গুগল সার্চ করতে না জানা থাকায় গুগলের কর্মচারীদের ওপর রাগ, গুগলের অফিস ভেঙে গুঁড়িয়ে দেবার হুমকি রণিত পাগলার

নিজস্ব প্রতিবেদন 

গুগলের অফিস
গুগলের অফিস 


গতকাল সকালে কুখ্যাত দুষ্কৃতী রণিত চক্রবর্তী ওরফে রণিত পাগলা ওরফে পাগলা শানু ফোনে গুগল সার্চ করতে না পেরে রাস্তাতে রেগে ফোন ভেঙে ফেলায় এলাকায় চাঞ্চল্যের  সৃষ্টি হয় । তারপরে , রণিত পাগলা গুগলের অফিস ভেঙে গুঁড়িয়ে দেবারও হুমকি দেয়। স্থানীয় মানুষ তার হাওড়াতে আসা বন্ধ করতে শহর সীমানাতে প্রহরা বসিয়েছে। 


কুখ্যাত দুষ্কৃতী রণিত চক্রবর্তী ওরফে রণিত পাগলা ওরফে পাগলা শানু
কুখ্যাত দুষ্কৃতী রণিত চক্রবর্তী ওরফে রণিত পাগলা ওরফে পাগলা শানু



ফটো সৌজ্যন্যে: আর্কিটেকচারাল ডাইজেস্ট, ফেসবুক 

Comments