মাইক্রোওভের যন্ত্রাংশ নিয়ে কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র জ্যাম করতে গিয়ে স্থানীয় মানুষের হাতে ধরা পড়লো রণিত চক্রবর্তী ওরফে রণিত পাগলা ওরফে পাগলা শানু

গতকাল, রণিত চক্রবর্তী ওরফে রণিত পাগলা ওরফে পাগলা শানু মাইক্রোওয়েভ এর যন্ত্রাংশ র সাহায্যে কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র জ্যাম করতে গিয়ে হাওড়ার স্থানীয় মানুষের হাতে ধরা পরে। তাকে  নেতাজি সংগ্রামী সংঘ ক্লাবে ধরে রাখা হয়। স্থানীয় মহিলারা ক্ষুব্ধ  হয়ে তাকে ধরতে গেলে  সে জোরের সাথে হাসতে শুরু  করে । এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সে নাচতে নাচতে নোংরা ভাষাতে লেখা কবিতা বলতে থাকে ।  পুলিশ তাকে ধর বার আগে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। 



মাইক্রোওয়েভ ওভেন 



রণিত চক্রবর্তী ওরফে রণিত পাগলা ওরফে পাগলা শানুর ফটো

Comments