নিজস্ব প্রতিবেদন
হাওড়ার তাঁতীপাড়া এলাকায় একটি বিউটি পার্লারে অনেকদিন ধরেই সমাজ বিরোধী কার্যকলাপ চলছে, স্থানীয় মানুষের অভিযোগ. বিউটি পার্লারটির ঠিকানা, ২৪/৩, তাঁতীপাড়া লেন, হাওড়া - ৪ (হাওড়া ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম এর নিকটে)। স্থানীয় সূত্রে খবর, এর পিছনে কুখ্যাত দুষ্কৃতী রণিত চক্রবর্তী ওরফে রণিত পাগলা ওরফে পাগলা শানুর হাত আছে। বিউটি পার্লারটি মানুষ পাচারের কাজে ব্যবহার হছ্ছে। মানুষ চান বেআইনি কার্যকলাপ বন্ধ হোক।
এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
Comments
Post a Comment